Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা রক্ষা করবে যুবদল: আব্দুল মঈন খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৪ ১৭:০৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৯:০৫

আলোচনা সভায় ডা. আব্দুল মঈন খান। ছবি: সারাবাংলা।

নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র-জনতা যে স্বাধীনতা অর্জন করেছে তা কোন ভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না, অর্জিত স্বাধীনতা রক্ষা করবে যু্বদলের কর্মী-সমর্থকরা।

তিনি সোমবার (২৮ আক্টোবর) দুপুরে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘লুটপাট-চুরির নয় শৃঙ্খলা-সততা আর দেশ প্রেমের রাজনীতি করে বাংলাদেশকে সম্মানের দেশ হিসেবে পরিচিত করতে হবে। এজন্য যুবদলের সদস্যদের প্রশিক্ষিত হবার পাশাপাশি ন্যায়-নীতি আর নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হবে।’

পলাশ উপজেলা যুবদলের আহব্বায়ক নিছার আহমদে খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেন শাহ শানু, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন ভূঁইয়া ও যুগ্ম আহব্বায়ক মাসুদ খান প্রমুখ।

সারাবাংলা/এসআর

ড. আব্দুল মঈন খান নরসিংদী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর