আর্জেন্টিনাকে কোপা জিতিয়ে বর্ষসেরা গোলরক্ষক এমি মার্টিনেজ
২৯ অক্টোবর ২০২৪ ০৮:৩৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১০:৫১
আর্জেন্টিনার জার্সি গায়ে গত বছরটা কেটেছে স্বপ্নের মতো। দুর্দান্ত কিপিংয়ে আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার হয়ে আলো ছড়িয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। দারুণ পারফরম্যান্সের পুরস্কারটাও পেলেন এই আর্জেন্টাইন কিপার। টানা দ্বিতীয় বছরের মতো বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে এমির হাতেই।
২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়ায় গত বছরের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছিল এমির হাতে। ২০২৩-২৪ মৌসুমেও আর্জেন্টিনার হয়ে অবিশ্বাস্য পারফর্ম করেছেন তিনি। কোপা আমেরিকাতে ৬ ম্যাচের ৫টিই তিনি রেখেছে ক্লিন শিট। এছাড়াও টাইব্রেকারে বরাবরের মতো দুর্দান্ত সেভে দলকে টানা দ্বিতীয় কোপা জয়ে সাহায্য করেছেন।
জাতীয় দলের পাশাপাশি ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়েও দারুণ একটা মৌসুম কেটেছে মার্টিনেজের। তার দুর্দান্ত কিপিংয়ে ভর করেই ৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ভিলা। এবারের মৌসুমেও লিগ ও চ্যাম্পিয়নস লিগে দারুণ সেভ করে দলকে ভালো অবস্থানে রেখেছেন তিনি।
সোভিয়েত ইউনিয়নের সাবেক গোলরক্ষক লেভ ইয়াশিনের নামে ২০১৯ সাল থেকে বর্ষসেরা গোলরক্ষককে ইয়াশিন ট্রফি দেওয়া হচ্ছে। প্রথম কিপার হিসেবে টানা দুইবার এই পুরস্কার জিতে ইতিহাস গড়লেন মার্টিনেজ।
এই ট্রফি জিতে উচ্ছ্বসিত এমি, ‘এটা আমার জন্য অনেক বড় পুরস্কার। সব সময়ই আমি জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলার স্বপ্ন দেখেছি। এত কম বয়সে ইংল্যান্ডে আসা, জাতীয় দলের হয়ে খেলা; সবকিছুই ছিল স্বপ্নের মতো। এই পুরস্কার আমি পরপর দুইবার পাচ্ছি, এটা বিশ্বাসই হচ্ছে না! আমি কখনোই নিজেকে সেরা হিসেবে দেখি না। আমি শুধুই উন্নতি করতে চাই।’
সারাবাংলা/এফএম