Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে মা-ছেলে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১২:২৯

সুনামগঞ্জে মা-ছেলে খুন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় একটি বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ অক্টোবর) রাতে পৌর শহরের ২ নম্বর ওয়াডের হাছননগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদা বেগম ও তার ছেলে মিনহাজ প্রতিদিনের মতোই তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে নিহতের বাসার গৃহকর্মী এসে দেখেন বাড়ির সামনের গেইট খোলা। ভিতরে গিয়ে দেখেন মাটিতে পড়ে আছে মা ও ছেলের মরদেহ। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় গৃহকর্মীকে জিজ্ঞাসা বাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর