Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বশেমুরবিপ্রবির নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ

করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১৬:৪৯

বশেমুরবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্য। ছবি: সারাবাংলা।

বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। উপ-উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম সই করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আগামী চার বছরের জন্য তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য পদ শূন্য হওয়ার দুই মাস পর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১–এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. হোসেইন উদ্দিনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপ-উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও একই তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ শুরু হয়। এসময় শিক্ষার্থীদের দাবির মুখে গত ২০ আগস্ট পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ শামসুল আলম।

সারাবাংলা/এসআর

উপ-উপাচার্য উপাচার্য নিয়োগ বশেমুরবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর