Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যার আগে ৫৩ বছর বয়সী রাবেয়া খাতুনকে ধর্ষণ, গ্রেফতার-৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৪:৫৭ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৫:০২

গ্রেফতারকৃত সুমন, জীবন ও স্বপন। ছবি: সারাবাংলা।

নরসিংদী: নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে সীধ কেটে ঘরে ঢুকে ৫৩ বছর বয়সী রাবেয়া খাতুনকে হত্যা করা হয়। হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ধর্ষণ ও হত্যার জড়িত থাকায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে নরসিংদীর পিবিআই কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানায় পুলিশ সুপার (এসপি) এনায়েত হোসেন মান্নান।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন-রায়পুরা উপজেলার আদিয়াবাদ পিপিনগর এলাকার নাসির উদ্দিনের ছেলে মো. সুমন (২০), বাহেরচর এলাকার বকুল মিয়ার ছেলে জীবন (১৯) ও আবদুর রহিমের ছেলে স্বপন (৫৫)।

নিহত রাবেয়া খাতুন রায়পুরা উপজেলার বাহেরচর পশ্চিমপাড়ার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।

এসপি বলেন, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর পূর্ব শত্রুতার জের ধরে রাবেয়া খাতুনের বসতঘরে সীধ কেটে ঢুকে পরিকল্পিভাবে হত্যা করা হয় তাকে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়। দীর্ঘ তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত সুমন, জীবন ও স্বপনকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত পলাতকদের ধরতে পিবিআই চেষ্টা অব্যাহত রেখেছে।

সারাবাংলা/এসআর

৫৩ বছর বয়সী নারীকে ধর্ষণ গ্রেফতার নরসিংদী পূর্ব শত্রুতার জের হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর