Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ জেলায় নতুন জেলা প্রশাসক


৩০ অক্টোবর ২০২৪ ১৬:২১

ঢাকা: দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (৩০ অক্টোবর) জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেখানে পরিকল্পনা বিভাগের উপ প্রধান আফরোজা আকতার চৌধুরীকে জয়পুরহাটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহীর ডিসি, নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ীর ডিসি, সরকারি আবাসন পরিদফতরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া অর্থ-বিভাগের উপসচিব মো. তৌফিকুর রহমানকে কুষ্টিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে শরীয়তপুর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব আসমা শাহীনকে নাটোরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

জনস্বার্থে এ আদেশ দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

বিজ্ঞাপন
সর্বশেষ

৮ জেলায় নতুন জেলা প্রশাসক
৩০ অক্টোবর ২০২৪ ১৬:২১

সম্পর্কিত খবর