Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ৪ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৭:২২

আগ্নেয়াস্ত্র ও মাদকসহ চার ডাকাত আটক। ছবি: সারাবাংলা।

খুলনা: খুলনার রূপসায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ডাকাত দলের প্রধান সাব্বির হোসেন (৩৪) ও তার তিন সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (৩০ অক্টোবর) কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. মাহবুবুর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার ঘুপিয়ার খাল ঘের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ানশুটার গান, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড তাজা বুলেট, তিনটি দেশীয় হাত বোমা, একশ’ পিস ইয়াবা, তিনটি দেশীয় ধারালো অস্ত্র ও চারটি মোবাইল উদ্ধার করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও পুলিশে যৌথ অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধানসহ চার সদস্যকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসহ তাদের রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর

আগ্নেয়াস্ত্র খুলনা ডাকাত আটক মাদক

বিজ্ঞাপন
সর্বশেষ

যেভাবে দেখা যাবে সাফের ফাইনাল
৩০ অক্টোবর ২০২৪ ১৭:০০

বিচারকের আসনে শবনম ফারিয়া
৩০ অক্টোবর ২০২৪ ১৬:৫৬

সম্পর্কিত খবর