Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: চট্টগ্রামে বৃদ্ধসহ ২ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৮:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বৃদ্ধসহ দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে নয় জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ অক্টোবর) ৩০ বছর বয়সী সুমন ত্রিপুরা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত সুমনের মৃত্যুর কারণ হিসেবে সেপসিস্ট, মান্ডিবুলার এবসেস, ইমপেডিক শক ও অ্যাসপিরেশন ফেমুনিয়াও উল্লেখ করা হয়েছে। এছাড়া চমেকে চিকিৎসাধীন অবস্থায় একইদিন ৬৫ বছর বয়সী মো. রফিক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাইপোভোলেমিক শকের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন উল্লেখ আছে।

চট্টগ্রামে অক্টোবরের নয় জনসহ চলতি বছরে ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী ১৩ জন, পুরুষ ৯ জন এবং শিশু ৩ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চলতি মাসে বুধবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৮৭ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ২ হাজার ৮৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরর শুরু থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শনাক্তদের মধ্যে ১ হাজার ৮৪৬ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ৪৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ৫৮৩জন, নারী ৮০০ জন এবং শিশু ৫০৯ জন।

চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।

বিজ্ঞাপন

এছাড়া চট্টগ্রামে ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর