Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্দরের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার, কনটেইনার পরিবহণ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ২৩:২৮

ধর্মঘটের কারণে কনটেইনার পরিবহণ বন্ধ ছিল। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: কনটেইনার পরিবহণকারী প্রাইম মুভার ট্রেইলার গাড়ির শ্রমিকরা তাদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে তারা কাজে যোগ দেওয়ার পর কনটেইনার পরিবহণ আবারও শুরু হয়েছে।

নিয়োগপত্র ও কর্মঘণ্টা নির্ধারণসহ চার দাবিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিল চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন।

বিজ্ঞাপন

এতে বেসরকারি ডিপো থেকে চট্টগ্রাম বন্দরে রফতানিমুখী কনটেইনার নেওয়া বন্ধ হয়ে যায়। বন্দর থেকে আমাদানি পণ্যবোঝাই কনটেইনারও বাইরে বের হতে পারেনি। এ অবস্থায় বুধবার রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যস্থতায় পরিবহণ মালিক ও শ্রমিকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘নিয়োগপত্র নিয়ে বিদ্যমান সমস্যার সমঝোতা হয়েছে। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ সম্মিলিতভাবে নিয়োগপত্র চূড়ান্ত করেছে। মালিকপক্ষ সে অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র দিতে সম্মত হয়েছে। এরপর শ্রমিকপক্ষ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেয়।’

দেশের আমদানি-রফতানি পণ্যের ৯৯ শতাংশ কনটেইনারের মাধ্যমে পরিবহণ হয়। রফতানি পণ্য কারখানা থেকে প্রথমে বেসরকারি কনটেইনার ডিপো বা অফডকে নেয়া হওয়। সেখানে কাস্টমসসহ বিভিন্ন সংস্থার আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সেই পণ্য কনটেইনারে তোলা হয়।

এরপর প্রাইম মুভার ট্রেইলার গাড়িতে সেই কনটেইনার পাঠানো হয় বন্দরে। সেখান থেকে জাহাজে ওঠানোর পর রফতানি পণ্যবোঝাই কনটেইনার যায় নির্ধারিত গন্তব্যে। অফডক থেকে রফতানি ও আমদানি পণ্য মিলিয়ে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার কনটেইনার পরিবহন হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, একই দাবিতে গত গত ২১ অক্টোবর সকাল থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছিল শ্রমিক সংগঠনটি। টানা ৩২ ঘণ্টা কর্মবিরতির পর সমঝোতার আশ্বাস পেয়ে তারা কর্মসূচি স্থগিত করেছিলেন।

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম ব্যুরো: কনটেইনার পরিবহণ ধর্মঘট প্রাইম মুভার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর