জাপার সঙ্গে ‘ছাত্র-জনতা’র সংঘর্ষ
৩১ অক্টোবর ২০২৪ ১৯:৩৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ২১:৪০
ঢাকা: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।
জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, পার্টি কার্যালয়ে প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা করে। তখন জাপার উপস্থিত নেতাকর্মীরা তাদের প্রতিহত করে। দ্বিতীয় দফায় ছাত্ররা দলবদ্ধ হয়ে ফের জাপা অফিসে হামলা চালায়। তখন উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

জাতীয় পার্টির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সংঘর্ষ
এক পর্যায়ে জাপার নেতাকর্মী পিছু হটে। পরে পার্টির কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেয় ছাত্ররা। এ সময় তারা পার্টি অফিসের মূল ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে সেখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।
তবে জাপার দফতর সম্পাদক মাহমুদের অভিযোগ, ছাত্র-জনতা যখন হামলা করে তখন রমনা থানার পুলিশ ও সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়ে তারা পাননি।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম