এত সহজে সিরিজ জয়ের আশা করেননি মার্করাম!
১ নভেম্বর ২০২৪ ০৯:৩৭
ঘরের মাঠে বাংলাদেশ যেন বরাবরই ভিন্ন এক দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দারুণ লড়াই করে জমজমাট এক সিরিজ উপহার দেবে বাংলাদেশ, সমর্থকদের প্রত্যাশা ছিল এমনটাই। তবে হয়েছে ঠিক উল্টো! মিরপুর ও চট্টগ্রামে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ দল। চট্টগ্রামে সিরিজের শেষ টেস্টে মাত্র ৩ দিনেই ইনিংস পরাজয়ের লজ্জা পেয়েছেন শান্তরা। সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করামও বলছেন, এত সহজে সিরিজ জয় তারা নিজেরাই কল্পনা করেননি!
মিরপুরে ৭ উইকেটের সহজ জয়ে সিরিজে এগিয়ে ছিল প্রোটিয়ারা। চট্টগ্রামে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিশাল স্কোরের জবাবে দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে দুইবার অলআউট হয়ে ইনিংস ও ২৭৩ রানের বড় পরাজয় বরণ করে নিতে হয়েছে বাংলাদেশ দলকে। রেকর্ড গড়া জয়েই তাই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছেন মার্করামরা।
ম্যাচ শেষে মার্করাম নিজেও স্বীকার করলেন, চট্টগ্রাম টেস্টে এত দ্রুত সময়ে জয় প্রত্যাশা করেননি তারাও, ‘এত দ্রুত জয় পাব সেটা একদমই ভাবিনি! মানসিকভাবে ৫ম দিনের শেষভাগ পর্যন্ত খেলার জন্য প্রস্তুত ছিলাম আমরা। একবারও ভাবিনি আজকেই সংবাদ সম্মেলনে আসতে হবে। তবে লম্বা সময় ধরে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সুবাদেই আমরা এই অবস্থানে পৌঁছে গেছি।’
বাংলাদেশের মাটিতে সিরিজ জয়টা সহজ হবে না বলেই ধারণা ছিল মার্করামের, ‘আমরা জানতাম সিরিজ জয় মোটেও সহজ হবে না। তবে সৌভাগ্যবশত চমৎকার কিছু পারফরম্যান্সের সুবাদে আমরা প্রতিপক্ষের উপরে চাপ সৃষ্টি করতে পেরেছি। আমাদের সবার জন্যই এটা গর্বের ব্যাপার। সামনের দিনগুলোতে এই সিরিজ জয় আমাদের অনুপ্রেরণা জোগাবে।’