ফ্লোরিডায় হ্যালোইন পার্টিতে গুলি, নিহত ২
১ নভেম্বর ২০২৪ ১৮:১৩ | আপডেট: ১ নভেম্বর ২০২৪ ২১:০২
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অরল্যান্ডো শহরের কেন্দ্রস্থলে হ্যালোইন উদযাপনের জন্য জড়ো হওয়া বিশাল জনতার ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত ও ছয়জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
শুক্রবার (১ নভেম্বর) শহরের পুলিশ প্রধান এরিক স্মিথ খবরটি নিশ্চিত করেছেন।
পুলিশ প্রধান বলেছেন, ‘এ ঘটনায় ১৭ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘ সে সময় প্রায় ১০০ জন অফিসার ঐ এলাকায় নিরাপত্তার জন্য কাজ করছিল। ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে শুটারকে আটকানো যায়নি। সে আসলে এতটাই বেপোরোয়া ছিল যে কাউকেই পাত্তা দেয়নি। গুলি চালানোর সাথে সাথে হ্যালোইন উৎসবে জড়ো হওয়া জনসমাগম ছড়িয়ে পড়েছিল। ওই কিশোর প্রথমে একটি স্থানে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে অন্য একটি স্থানে গুলি চালানোর কিছুক্ষণ পরেই পুলিশ তাকে ধরে ফেলে।
তিনি বলেন, ‘হ্যালোইন হলো বছরের সবচেয়ে ব্যস্ততম রাতগুলোর মধ্যে একটি। এসময় যেকোনো জায়গায় ৫০ হাজার থেকে ১ লাখ মানুষ জড়ো হয়।
সারাবাংলা/এইচআই