Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন নিয়ে উত্তেজনা নেই, তবে উদ্বেগ রয়েছে আমেরিকানদের

আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর ২০২৪ ০৮:১৫

২৪ অক্টোবর শিকাগো আর্লি ভোটিং লুপ সুপারসাইটে ভোটাররা ভোট দিয়েছেন

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বেশিরভাগ আমেরিকান চিন্তিত; তবে তারা উত্তেজিত বোধ করছেন না।

এপি-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের নতুন এক জরিপে দেখা গেছে, ১০ জনের মধ্যে প্রায় সাত জন ২০২৪ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনের প্রচার নিয়ে উদ্বিগ্ন বা হতাশ। সমান সংখ্যক বলছেন, তারা আগ্রহী। মাত্র এক-তৃতীয়াংশ বলছেন, তারা উত্তেজিত বোধ করছেন।

নির্বাচনি প্রচারের শেষ সপ্তাহে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা বিরাজ করছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এই প্রতিযোগিতা জাতীয় এবং মূল সুইং রাজ্যগুলোতে ডেমোক্র্যাট কমলা হ্যারিস বা রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প কেউই উল্লেখযোগ্য সুবিধা করতে পারেননি।

কিছু গোষ্ঠী চার বছর আগের চেয়ে আরও বেশি উদ্বিগ্ন। তবে সেই নির্বাচন একটি মারাত্মক মহামারির মধ্যে হয়েছিল। ২০২০ সালে এপি-এনওআরসি জরিপে দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ আমেরিকান নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ছিলেন। যা নতুন ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ নয়। তবে দলীয় সমর্থকদের জন্য উদ্বেগ একটু বেশিই।

এদিকে, স্বতন্ত্ররা অর্থবহভাবে স্থানান্তরিত হয়নি। তারা ডেমোক্র্যাট বা রিপাবলিকান সমর্থকদের চেয়ে কম উদ্বিগ্ন। প্রায় অর্ধেক বলছেন, তারা উদ্বিগ্ন। ২০২০ সালের অনুসন্ধানেও এই সংখ্যা একই ছিল।

তবে একটি বিষয় মোটামুটি স্থির রয়েছে। প্রচার নিয়ে আমেরিকানদের হতাশার মাত্রা। ১০ জনের মধ্যে প্রায় সাত জন আমেরিকান প্রচার নিয়ে তাদের হতাশার কথা বলেছেন। যা ২০২০ সালেও একই ছিল।

উল্লেখ্য, এনওআরসির সম্ভাব্যতা-ভিত্তিক আমেরিস্পিক প্যানেল থেকে নেওয়া একটি নমুনা ব্যবহার করে গত ২৪-২৯ অক্টোবর ১ হাজার ২৩৩ জন প্রাপ্তবয়স্কের ওপর জরিপটি চালায়। এটি যুক্তরাষ্ট্রের জনসংখ্যার প্রতিনিধি হিসেবে ডিজাইন করা। নমুনা ত্রুটির মার্জিন প্লাস বা মাইনাস ৩ দশমিক ৬ শতাংশ পয়েন্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

আমেরিকা উত্তেজনা উদ্বিগ্ন টপ নিউজ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর