Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাসের জাহাজের ধাক্কায় কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৪ ১৩:২৮ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৬:২২

নিখোঁজ হওয়া জেলের উদ্ধার অভিযান চালায় মোংলা কোস্ট গার্ড।

বাগেরহাট: মোংলা বন্দরের পশুর নদীতে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় একটি কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় পাশে থাকা কাঁকড়া ধরার নৌকা থাকা পাঁচ জেলে নদীতে পড়ে যায়। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ হন।

শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাতে এ দূর্ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া জেলের আব্দুল হাকিম (১৮)। তার বাড়ী খুলনার লাউডোব এলাকায়। তাকে উদ্ধারে শনিবার (২ নভেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান চালায় মোংলা কোস্ট গার্ড।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে অবস্থানরত বাংলাদেশী পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’ থেকে এমভি মিজান নামে একটি লাইটার জাহাজ ৫০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরে যাচ্ছিলো। এ সময় উল্টো থেকে আসা গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ ধাক্কা দিলে ওই লাইটার জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলে বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে।

তবে এ সময় নদীতে কাঁকড়া ধরার নৌকায় থাকা পাঁচজন জেলে ছিটকে পড়ে। চারজন উদ্ধার হলেও আব্দুল হাকিম নামের ওই জেলে এখনও নিখোঁজ। তাকে উদ্ধারে শনিবার সকাল থেকে দুর্ঘটনাস্থলে পশুর নদের করমজল এলাকায় দুপুর ১২ টা পর্যন্ত অভিযান চালানো হলেও তাকে উদ্ধার করা যায়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দফতরের পেটি অফিসার (ড্রাইভার ব্রাঞ্চ) মো. জাকির বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ জেলে আব্দুল হাকিম খুলনা জেলার দাকোপ থানার রুয়ো কাটা গ্রামের বাসিন্দা। উক্ত ঘটনাটি মোংলা বন্দর কর্তৃক কোস্ট গার্ড পশ্চিম জোনকে অবহিত করা হলে তাৎক্ষনিক কোস্ট গার্ডের দুইটি টহল বোট ঘটনাস্থলে গমন করে এবং উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ জেলে উদ্ধারে কোস্ট গার্ডের দুইটি টহল টিম কর্তৃক সার্চ এন্ড রেস্কিউ অভিযান চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে, গ্যাসের জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা জানান, তাদের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডাইরি করেছেন তিনি।

সারাবাংলা/এসডব্লিউআর

জাহাজ দুর্ঘটনা জেলে নিখোঁজ বাগেরহাট

বিজ্ঞাপন

দেশে ফিরলেন মির্জা ফখরুল
১২ ডিসেম্বর ২০২৪ ১২:৫৬

আরো

সম্পর্কিত খবর