Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সার বিপক্ষে খেলতে চান বাংলাদেশের মেয়েরা!

স্পোর্টস ডেস্ক
২ নভেম্বর ২০২৪ ২১:২৩ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ০৩:৩৩

যমুনাতে সংবর্ধনা পেলেন বাংলাদেশের নারী ফুটবল দল

নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে সংবর্ধনা দিতে নিজ বাসভবন যমুনায় তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ ইউনুস। সেখানে ফুটবলাররা নানা আবদার তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার কাছে। বাংলাদেশ দলের ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার প্রস্তাব করেছেন, তারা খেলতে চান বার্সেলোনা নারী ফুটবল দলের বিপক্ষে!

এশিয়ার বাইরের দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ম্যাচ খেলার স্বপ্নটা বহুদিনের। বিশেষ করে ইউরোপিয়ান ক্লাবগুলোর সাথে খেলার স্বপ্নের কথা বহু বছর ধরেই জানিয়ে আসছে বাংলাদেশ দল। প্রধান উপদেষ্টার দেওয়া সংবর্ধনার সময়েও সেই ইচ্ছার কথাটা জানিয়েছেন কৃষ্ণা।

বিজ্ঞাপন

ড. মূহাম্মদ ইউনুসের সাথে বার্সেলোনার সুসম্পর্কের কথা কারো অজানা নয়। ২০১৬ সালে বিশেষ দূত হিসেবে বার্সায় গিয়ে লিওনেল মেসিদের সাথে ছবি তুলে আলোচনায় এসেছিলেন ড. মূহাম্মদ ইউনুস। এর পাশাপাশি ক্লাবের কর্মকর্তাদের সাথেও নানা বিষয়ে আলোচনা করেছিলেন তিনি। সেই কারণেই হয়তো কৃষ্ণা আজ এমন আবদারটাই করে বসলেন!

বার্সেলোনা নারী ফুটবল দল লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও দাপটের সাথেই খেলছে। গত মৌসুমের নারী চ্যাম্পিয়নস লিগও জিতেছেন তারা। তাদের সাথেই প্রীতি ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেছেন কৃষ্ণা।

প্রধান উপদেষ্টা প্রত্যেক খেলোয়াড়কে তাদের স্বপ্ন, সংগ্রাম, স্বপ্ন ও তাদের দাবিদাওয়া লিখে তার দফতরে জমা দিতে বলেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, তাদের চাহিদা অগ্রাধিকারভিত্তিতে পূরণ করার চেষ্টা করা হবে। ড. মূহাম্মদ ইউনুস কি বাংলাদেশের মেয়েদের এই স্বপ্নটা পূরণ করবেন?

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর