বন্ধ এমআরটি পাস, উৎকণ্ঠায় মেট্রো যাত্রীরা
৩ নভেম্বর ২০২৪ ১৬:৩০
ঢাকা: নতুন কার্ড ইস্যুর পাশাপাশি পুরনো কার্ড রি-ইস্যুর কারণে মেট্রোরেলে ভ্রমনের জন্য এমআরটি পাস দেওয়া সাময়িক বন্ধ রাখা হয়েছে। এই পাস বিক্রি বন্ধ থাকায় এক রকম উৎকণ্ঠায় রয়েছে নিয়মিত যাতায়াত করা যাত্রীরা। তারা বলছেন, কাউন্টার থেকে এমআরটি পাস কেনা যাচ্ছেনা। তবে একক যাত্রার কার্ড বিক্রি হচ্ছে। পাওয়া যাচ্ছে র্যাপিড কার্ডও। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানিয়েছে ৭ নভেম্বরের মধ্যে এমআরটি পাস পূনরায় পাওয়া যাবে।
মোট তিনটি কার্ডের মাধ্যমে মেট্রোরেলে ভ্রমণ করা যায়। এরমধ্যে একক যাত্রার কার্ড, ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস কার্ড। এ দুইটি মেট্রোরেলের নিজস্ব। এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) র্যাপিড পাস কার্ড ব্যবহার করেও মেট্রোরেলে ভ্রমণ করা যায়।
তবে এরমধ্যে এমআরটি পাস কার্ড নতুন ইস্যু ও পুরোনো কার্ড রি-ইস্যু ৬ দিনের জন্য সাময়িকভাবে বন্ধ রেখেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আর এতে কিছুটা ভোগান্তিতে পড়েছেন মেট্রোতে যারা এমআরটি পাস ব্যবহার করে নিয়মিত যাতায়াত করেন।
বাংলাদেশ সচিবালয় স্টেশন থেকে উত্তরার যাওয়ার যাত্রী নাইমা সুলতানা বলেন, আমার র্যাপিড পাসের দরকার নেই। এমআরটি পাস ছিল আমার। কার্ডের চিপ খারাপ হয়ে যাওয়ায় একক কার্ড দিয়ে যাতায়াত করতে হচ্ছে। আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে একক কার্ড সংগ্রহ করার সময় থাকেনা। এটাও এক ধরনের ভোগান্তি।
পল্লবী স্টেশনের যাত্রী সাজরীন বলেন, কয়েকদিন ধরেই দেখছি এমআরটি পাস দিচ্ছেনা। মনে হচ্ছে র্যাপিড পাসের ব্যবহার বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে ১ নভেম্বর ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়- আগামী ৭ নভেম্বর পর্যন্ত নতুন কার্ড ইস্যু এবং পুরোনো কার্ড রি-ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করা হয় ওই পোস্টে।
এ প্রসঙ্গে ডিএমটিসিএল এর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, একক পাস ও এমআরটি এই দুই ধরনের পাস ডিএমটিসিএল সরবরাহ করে থাকে। কিন্তু এটি ইস্যু ও রি-ইস্যুর কাজটি করা হয় ডিটিসিএ’র সার্ভারে। যা বর্তমানে চলমান। যে কারণে এটি সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। আগামী ৭ নভেম্বরের মধ্যেই যাত্রীরা কার্ড সংগ্রহ করতে পারবেন।
মূলত লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার ঝামেলা এড়াতে নিয়মিত চলাচল করা যাত্রীরা এমআরটি পাস কিনে থাকেন। এ কার্ড একবার কিনে নিতে পারলে লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করে টিকিট সংগ্রহ করার ঝামেলা এড়ানো যায়। আবার মূল ভাড়া থেকে ১০ শতাংশ ছাড় পাওয়া যায়।
সারাবাংলা/জেআর/এমপি