চাঁদাবাজির মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ দুজন কারাগারে
৩ নভেম্বর ২০২৪ ১৮:৫৪
চাঁপাইনবাবগঞ্জ: জেলার নাচোল উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসকে চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (৩ নভেম্বর) সকাল ১১ টায় নাচোল আমলী আদালত ২য় এর বিচারক মোসা. ইসিতা শবনাম আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আদালতের নির্দেশে আব্দুল কাদের ও রয়েল বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ৪ মে সকালে ফতেপুর ইউপির মাড়কৈল গ্রামে কুদ্দুসের আমবাগানে বাদীর নিকট আব্দুল কাদের চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে আব্দুল কাদেরের নির্দেশে অন্য আসামিরা বাগানে ককটেল বিষ্ফোরন ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বাদী আবারও চাঁদা দিতে না চাইলে অন্যান্য আসামিরা বাদীকে হত্যার উদ্দেশ্যে জখম করে।
উক্ত ঘটনায় ২০ অক্টোবর ২৪ইং রোববার নাচোলের ফতেপুর ইউপির মারকৈল গ্রামের বিএনপি নেতা এস্তাব আলী বাদী হয়ে ২৬ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে নাচোল থানায় এ মামলাটি দায়ের করেন।
সারাবাংলা/এনজে
কারাগার চাঁদাবাজি চাঁপাইনবাবগঞ্জ মামলা সাবেক উপজেলা চেয়ারম্যান