Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ২৩:২৪

মোটরসাইকেল চালক রাসেল মিয়া

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সেটি থেকে ছিটকে পড়ে রাসেল মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাড়কের বকচর পান্থাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। রাসেল শহরের প্রধান পাড়ার দুলা মিয়ার পুত্র।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাসেল মোটরসাইকেল চালিয়ে ফাঁসিতলা থেকে শহরের দিকে আসছিল। পথে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর পান্থাপাড়া নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তিনি ছিটকে রাস্তা পাশে পড়ে যান। তখন রাস্তার নির্মাণ কাজের গার্ডারের সঙ্গে আঘাত লেগে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লিডার মো. নাসিরুল ইসলামের নেতৃত্বে একটি দল তাকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/পিটিএম

গাইবান্ধা চালক মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর