Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার ক্লাবে ছেলের গোল

স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৪ ০৯:৪৪

জুলিয়ানো সিমিওনে

বাবা ডিয়েগো সিমিওনে দীর্ঘদিন ধরেই দায়িত্বে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের। জুলিয়ানো সিমিওনে ছোটবেলা থেকে এই ক্লাবে বেড়ে উঠলেও সিনিয়র দলে একেবারেই নতুন মুখ। গত রাতে লা লিগার ম্যাচে লাস পালমাসের বিপক্ষে মাঠে নেমে আলো ছড়ালেন সিমিওনে জুনিয়র। দুর্দান্ত পারফর্ম করে ক্লাবের হয়ে প্রথম গোলের দেখা পেলেন জুলিয়ানো।

অ্যাটলেটিকোর সিনিয়র দলের হয়ে মাত্র ৬ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে জুলিয়ানোর। তবে কালকের আগ পর্যন্ত গোলের দেখা পাননি তিনি। লাস পালমাসের বিপক্ষে ঘরের মাঠে ৩৭ মিনিটের মাথায় দারুণ এক গোলে ক্লাবের হয়ে ‘প্রথমের’ দেখা পেলেন সিমিওনে জুনিয়র। এই গোলের পর স্পেনের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে সমবেদনা জানিয়ে বিশেষ জার্সিও উঁচিয়ে ধরেছেন তিনি।

বিজ্ঞাপন

ক্লাবের হয়ে প্রথম গোলের পর উচ্ছ্বসিত জুলিয়ানো, ‘অ্যাটলেটিকোর হয়ে প্রথম গোল করে খুব ভালো লাগছে। তবে ভ্যালেন্সিয়াতে যা হয়েছে সেটা এড়িয়ে যেতে পারি না। বন্যার্তদের পাশে আমরা সবসময় আছি।’

ছেলের প্রথম গোলে দারুণ খুশি বাবা ডিয়েগো সিমিওনেও। নিজের ছেলে হিসেবে ক্লাবের কোনো বাড়তি সুবিধা পান না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি, ‘সে অনেক পরিশ্রম করছে। তার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, এটা ভালো দিক। ক্লাব আসলে আমার ছেলে হিসেবে তাকে দলে নেয়নি। সে যুব দল থেকেই উঠে এসেছে। ভালো খারাপ মিলিয়েও সময়টা যাবে তার। প্রথম গোলটা পাওয়ায় আমরা সবাই খুবই আনন্দিত।’

সারাবাংলা/এফএম

অ্যাটলেটিকো মাদ্রিদ জুলিয়ানো সিমিওনে ডিয়েগো সিমিওনে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর