Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে রাশিয়ান হামলায় ১ পুলিশ নিহত, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর ২০২৪ ১২:৪৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৪:৫৭

হামলার পরে আহত ইউক্রেনের এক পুলিশ অফিসার

ইউক্রেনের খারকিভের একটি পুলিশ স্টেশনে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় একজন সিনিয়র পুলিশ অফিসার নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ নভেম্বর) শেষ বিকেলের দিকে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন বেসামরিক নাগরিক রয়েছেন।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ইউক্রেনের ন্যাশনাল পুলিশ প্রধান এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেন।

এতে বলা হয়েছে, রুশ বাহিনী এস-৩০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।

শেয়ার করা ছবিতে দেখা যায় ঘটনাস্থলটি ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একজন পুলিশ সদস্যের মাথায় ব্যান্ডেজ ও মুখ রক্তাক্ত। উদ্ধারকারী দলগুলোকে ধ্বংসস্তূপ থেকে আহতদের করতে দেখা গেছে ছবিগুলোতে।

খারকিভের গভর্নর জানান, আহত কয়েকজন কর্মকর্তার অবস্থা গুরুতর এবং আগের দিন শহরে হামলায় একটি অ্যাপার্টমেন্ট ব্লক ও বেশ কয়েকটি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত, ১.১ মিলিয়ন জনবসতির শহর খারকিভ, রাশিয়ান বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, গত বুধবার (৩০ অক্টোবর) একটি বহুতল বাসভবনেও রাশিয়ান বোমা হামলায় তিনজন নিহত হয় দেশটিতে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলো ক্রমাগত রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার সম্মুখীন হচ্ছে। এর মধ্যে খারকিভে ৫০০ কিলোগ্রাম (১১০০ পাউন্ড) ওজনের গ্লাইড বোমা হামলা চালানো হয়েছে।

এছাড়াও, রাশিয়ায় মোতায়েন উত্তর কোরিয়ার সৈন্যদল ইউক্রেনের সীমান্তের কাছাকাছি পৌঁছেছে।

আগামী দিনগুলোতে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।

বিজ্ঞাপন

এদিকে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনে সামরিক সহায়তার মোট পরিমাণ ৬০ দশমিক ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সারাবাংলা/এসডব্লিউআর

ইউক্রেন রাশিয়া হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর