Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়ামালের মাঝে নেইমারের ছায়া দেখছেন রাফিনহা

স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৪ ১৩:৫৩ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৩:৫৫

গোল উদযাপনে ইয়ামাল-রাফিনহা

মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার জার্সি গায়ে দুর্দান্ত পারফর্ম করে সবার নজর কেড়েছেন তিনি। লামিন ইয়ামাল এরই মাঝে হয়েছে উঠেছেন দলের অন্যতম ভরসার জায়গা। অনেকে ইয়ামালের মাঝে খুঁজে পাচ্ছেন লিওনেল মেসির ছায়া। তবে এই মুহূর্তে বার্সার অন্যতম সেরা তারকা রাফিনহা স্প্যানিশ সংবাদমাধ্যমকে বলছেন, ইয়ামালের খেলা দেখে নেইমারের কথা মনে পড়ে তার।

মেসির মতোই লা মেসিয়া থেকে উত্থান হয়েছে ইয়ামালের। বাঁ পায়ের জাদুকরি ফুটবলকে এরই মাঝে বার্সা সমর্থকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন এই তরুণ। লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ সব টুর্নামেন্টেই প্রথম একাদশের নিয়মিত মুখ হয়ে উঠেছেন ইয়ামাল।

বিজ্ঞাপন

সবাই ইয়ামালের মাঝে মেসিকে খুঁজলেও রাফিনহা এই ক্ষেত্রে কিছুটা ভিন্ন। নিজের ব্রাজিলিয়ান সতীর্থ ও সাবেক বার্সা তারকা নেইমারের মতোই খেলেন ইয়ামাল, এল পাইসকে এমনটাই বলছেন রাফিনহা, ‘আমি তার মাঝে নেইমারকে দেখতে পাচ্ছি। সে যেভাবে ড্রিবলিং করে, যেভাবে সে দ্রুতগতিতে বল দখলে নেয়, সবকিছুই আমাকে নেইমারের কথা মনে করিয়ে দেয়। যখন প্রতিপক্ষ মনে করে তার থেকে বল কেড়ে নেবে, তখন সে এখন কিছু করে দেখায় যা আপনি কখনোই দেখেননি!’

এই মৌসুমে দারুণ ফর্মে আছেন রাফিনহা। সব টুর্নামেন্ট মিলিয়ে ১৪ ম্যাচে ১০ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান। রাফিনহা অবশ্য এখনই সন্তুষ্ট হতে রাজি নন, ‘আমি জানি মৌসুমটা দারুণ কাটছে। কিন্তু বার্সা দল হিসেবে দুর্দান্ত খেলছে। ফরোয়ার্ড হিসেবে সবাই গোল করতে চায়। তবে গোল হজম করা কমাতে হবে।’

সারাবাংলা/এফএম

নেইমার বার্সেলোনা রাফিনহা লামিন ইয়ামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর