রুট পরিবর্তনের সিদ্ধান্তে ট্রেন থামিয়ে ছাত্র-জনতার বিক্ষোভ
৪ নভেম্বর ২০২৪ ১৭:০৬ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৭:১০
কুষ্টিয়া: সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন ও ট্রেন আটকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া কোর্ট ষ্টেশনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করলে এতে যোগদেন সর্বস্তরের মানুষ।
এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী সুন্দবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া কোর্ট ষ্টেশনে পৌছালে ট্রেনটি আটকে দেয় আন্দোলনকারীরা। তারা বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করতে থাকেন। পরে ষ্টেশন মাস্টারের আশ্বাসে আধাঘন্টা পর সুন্দবন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দেয় বিক্ষোভকারীরা।
এসময় তারা বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুইটি রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবেন। তাদের ঢাকায় যাওয়া-আসায় চরম বিড়ম্বনায় পড়তে হবে। অবিলম্বে ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবী জানান আন্দোলনকারীরা।
কুষ্টিয়া কোর্ট স্টেশন মাস্টার ইতিয়ারা খাতুন বলেন, ‘সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্তের কোনো নির্দেশনা আমাদের কাছে এখনও আসেনি। রেল মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের এখনও পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, খুলনা থেকে সুন্দবন এক্সপ্রেস ও বেনাপোল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন দু’টি চুয়াডাঙ্গা, কুষ্টিয়া রাজবাড়ী ও ফরিদপুর হয়ে ঢাকা রুটে চলাচল করে।
সারাবাংলা/এসআর
কুষ্টিয়া ট্রেন বিক্ষোভ বেনাপোল এক্সপ্রেস মানববন্ধন সুন্দরবন এক্সপ্রেস