Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৭:৩০

দাবি আদায়ে তারা দাশপুকুর মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে বসে পড়েন

রাজশাহী: রাজশাহীতে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মেডিকেল টেকনোলজি ও ফার্মেসির শিক্ষার্থীরা।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরের দাশপুকুর মোড়ে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এই বিক্ষোভ করেন। এতে রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিসহ (আইএইচটি) অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে, আইএইচটি ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। দাশপুকুর মোড়ে গিয়ে তারা সড়ক অবরোধ করে বসে থাকেন। এ সময় দাবি আদায়ে তারা নানা স্লোগান দিতে থাকেন। প্রায় একঘণ্টা ধরে তাদের এ কর্মসূচি চলে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- স্বতন্ত্র পরিদফতর গঠন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা প্রদান, অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য নবম গ্রেডের পদসৃষ্টি করে হারে পদোন্নতির নিয়ম রাখা, ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করা, মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং প্রশিক্ষণ ভাতা প্রদান করা।

কর্মসূচি চলাকালে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের স্থানীয় আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, আমাদের দাবি ছয়টি। দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও কোনো সাড়া পাইনি। আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রাম করলেও কোনো কাজ হয়নি। আমরা আশা করি, এই সরকার আমাদের দাবিগুলো মেনে নেবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

৬ দফা দাবি রাজশাহী সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর