Monday 04 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়র সচিব পদমর্যাদায় বিএসইসি চেয়ারম্যান

স্পেশাল করেসপডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ০২:১১

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে ‘সিনিয়র সচিব’ পদমর্যাদা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বিএসইসি’র দশম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত রোববার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) রাতে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে কর্মকালীন সময় পর্যন্ত সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো।’

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ১০ আগস্ট বিএসইসি’র চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এরপর গত ১৮ আগস্ট বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদকে নিয়োগ দেওয়া হয়।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ বিএসইসি চেয়ারম্যান সিনিয়র সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর