Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ককটেল বিস্ফোরণ: ৬টি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ১০:৫৭ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ১৭:০২

উদ্ধার হওয়া ছয়টি অবিস্ফোরিত ককটেল

নওগাঁ: নওগাঁর বদলগাছীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া অবিস্ফোরিত ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ফটকের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতে উপজেলার মিঠাপুরের দিক থেকে একটি মাইক্রোবাস আসছিল। ওই মাইক্রোবাসটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসা মাত্রই হঠাৎ করে ককটেল বিস্ফোরণে শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে ওই মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে। এতে কারো ক্ষতি না হলেও বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। মাইক্রোবাসটি গোবরচাঁপা হয়ে বদলগাছীর দিকে চলে যায়।

বদলগাছী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার বলেন, আমি শব্দ শুনতে পেয়ে সেখানে যাই। গিয়ে শুনতে পাই দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্জাহান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। আমরা ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তাজা ছয়টি ককটেল উদ্ধার করি। তবে সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সারাবাংলা/ইআ

ককটেল বিস্ফোরণ

বিজ্ঞাপন

নরসিংদী মুক্ত দিবস আজ
১২ ডিসেম্বর ২০২৪ ১১:২৮

আরো

সম্পর্কিত খবর