Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে অধ্যক্ষকে অপসারণের দাবিতে ২ ঘণ্টার কর্মবিরতি চিকিৎসকদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ১৪:৩৮ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ১৭:০২

রংপুর মেডিক্যালে চিকি’সকদের কর্মবিরতি।

রংপুর: রংপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৈষম্যবিরোধী চিকিৎসক আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

গত ২৯ অক্টোবর রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে একই কলেজের উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে। ডা. মাহফুজার রহমানকে রংপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগদানের খবরে পরদিন থেকেই মাহফুজার রহমানের অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার ব্যানারে একটি অংশ।

আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মণ্ডল বলেন, উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়া নতুন অধ্যক্ষ মাহফুজার রহমানের অফিস আদেশ বাতিল করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।

ইতিমধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা দুই ঘণ্টার প্রতীকি কর্মবিরতি পালন করেছেন। পর্যায়ক্রমে কর্মবিরতি কর্মসূচির সময় বাড়ানো হবে। একপর্যায়ে কমপ্লিট শার্টডাউন কর্মসূচি দেওয়া হবে।

এদিকে চিকিৎসকদের কর্মবিরতি থাকায় ভোগান্তিতে পড়েন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা সেবাপ্রার্থীরা।

রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মিজানুর রহমান বলেন, অনেক দূর থেকে ডাক্তার দেখাতে এসেছি। এসে দেখি ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন। টিকিট কাউন্টারে এক ঘণ্টা থেকে দাঁড়িয়ে থেকেও টিকিট পাইনি।

বিজ্ঞাপন

আউটডোরে টিকিট কাউন্টারে কর্মরত ওয়ার্ড বয় রাকিব হাসান বলেন, চিকিৎসকদের পক্ষ থেকে টিকিট দিতে নিষেধ করা হয়েছে। ডাক্তাররা এখনও আসেনি। ১০টার পর আমরা টিকিট দেওয়া শুরু করব।

জানা গেছে, রংপুর মেডিকেল কলেজে অধ্যক্ষের কক্ষে এখনো তালা ঝুলছে। এ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া কোনো ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না। গত ২৯ অক্টোবর থেকে এই আন্দোলন অব্যাহত রয়েছে।

কলেজের নতুন উপাধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, প্রশাসনিক দফতর খোলা থাকলেও চিকিৎসকদের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকায় ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না।

আর হাসপাতালের উপপরিচালক আখতারুজ্জামান বলেন, চিকিৎসকদের দুই ঘণ্টা কর্মবিরতিতে সামান্য সময় চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। ১০টা থেকে চিকিৎসাসেবা শুরু হয়েছে।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর