Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কণ্ঠশিল্পী মমতাজের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ১৫:৩৬ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ১৭:০১

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে ৩টি হত্যা মামলা হয়েছে

মানিকগঞ্জ: জেলার সিংগাইরে ২০১৩ সালে ঘটে যাওয়া চার হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মোট তিন হত্যা মামলা হলো। এর আগে, অক্টোবরে তার বিরূদ্ধে আরও দু’টি হত্যা মামলা হয়।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নতুন এই মামলা দায়ের করা হয়। সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম মঙ্গলবার (৫ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এবারের মামলার বাদী হয়েছেন ওই চার হত্যাকাণ্ডে নিহত আলমগীর হোসেনের স্ত্রী রাফেজা (৩৭)।

ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি চার হত্যাকাণ্ডের ঘটনায় আরেকটি নতুন মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮২ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।’

তিনি জানান, একই মামলায় আরও আসামি হয়েছেন তৎকালীন মানিকগঞ্জ সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ডিবি পুলিশের একাধিক পরিদর্শক ও ৩৭ পুলিশ সদস্য।

মমতাজ বেগমের পাশাপাশি আওয়ামী লীগের আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন- মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বলধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান ভিপি শহিদ (৫০), সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান সায়েদুল ইসলাম (৫০) ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী।

সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ১০টার থেকে দুপুর ১টা পর্যন্ত ইসলামী ও সমমনা দলগুলোর পূর্বঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল পালনকালে সিংগাইর গোবিন্দল নতুন বাজারের চার রাস্তার মোড়ে জনসমাবেশ চলছিল। এ সময় সমাবেশে মামলার আসামিদের ছোড়া গুলিতে আলমগীর,নাসির, নাজিমুদ্দিন মোল্লা ও শাহ আলমসহ নিহত হন চার জন।

বিজ্ঞাপন

মামলার বাদী রাফেজার অভিযোগ, পুলিশ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে উল্টো এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ওই চার জন নিহত হন।

রাফেজা আরও জানান, তার স্বামীর দাফনের কাজে ব্যস্ত থাকায় পরিবারের পক্ষে মামলার স্বাক্ষী মিঠু চেয়ারম্যান মামলা করতে যান। তবে থানা কর্তৃপক্ষ তার মামলা গ্রহণ না করে উল্টো হুমকি দিয়ে তাকে থানা থেকে বের করে দেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই কণ্ঠশিল্পী মমতাজ বেগম আত্মগোপনে রয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

মমতাজ বেগম মামলা সাবেক এমপি

বিজ্ঞাপন

স্বৈরাচার পতন দিবস আজ
৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৪০

আরো

সম্পর্কিত খবর