ভোটযুদ্ধ শুরু ভারমন্টের বুথে, ডিক্সিভিলে কমলা-ট্রাম্প সমানে সমান
৫ নভেম্বর ২০২৪ ১৭:৪৮
দীর্ঘ এক বছয়েরও বেশি সময়ের সভা-সমাবেশ আর প্রচারের অবসান। শুরু হলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। এই ভোটের মাধ্যমেই আমেরিকানরা বেছে নেবেন তাদের ৪৭তম প্রেসিডেন্টকে। জানা যাবে— ডেমোক্র্যাট দলের কমলা হ্যারিস কি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন? নাকি একবার প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করে পরেরবার পরাজিত হয়েও তৃতীয় চেষ্টায় হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের রেকর্ড গড়বেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প?
মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের ভারমন্ট রাজ্যে প্রথম ভোটকেন্দ্র উন্মুক্ত হয়েছে তাদের প্রেসিডেন্ট প্রার্থীদের ভোট দেওয়ার জন্য। এই রাজ্যই সবার প্রথমে ভোটগ্রহণ শুরু করে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়েছে সেই ভোটগ্রহণ।
যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে আরও পড়ুন—
- যে ৫ কারণে জিততে পারেন কমলা
- যে ৫ কারণে জিততে পারেন ট্রাম্প
- নির্বাচনের আগের রাতে আমেরিকায় হতাশা বনাম আশার বার্তা
- কমলা বনাম ট্রাম্প— পররাষ্ট্রনীতি বদলাবে বাংলাদেশের জন্য?
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে যেভাবে কাজ করে ‘ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতি
এর আগে অবশ্য আগের বছরগুলোর রীতি মেনেই একেবারেই ছোট্ট জনগোষ্ঠীর নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিলে ভোট হয়ে গেছে মধ্যরাতে। সেখানে এবার ভোটার ছিলেন মাত্র ছয়জন। তাদের মধ্যে তিনজন ভোট দিয়েছেন কমলাকে, তিনজন ট্রাম্পকে। প্রথম কেন্দ্রের ফলাফলে তাই সমানে সমান রয়েছেন দুই প্রার্থী। বিশ্লেষকরা বলছেন, পুরো নির্বাচনেই এমন গায়ে গায়ে লড়াই চলতে পারে দুই প্রার্থীর মধ্যে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একেক রাজ্যে ভোটগ্রহণ শুরুর সময় একেক রকম। ভারমন্টে যেমন প্রথম কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয় ভোর ৫টায়, তেমনি এই রাজ্যেই কোনো কোনো শহরে সকাল ১০টার আগে ভোটকেন্দ্র খুলবে না।
এদিকে কানেকটিকাট ও কেনটাকিতে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৬টায়। ভার্জিনিয়া, নিউইয়র্ক, নিউজার্সি, মেইন রাজ্যেও একই সময়ে শুরু হবে ভোটগ্রহণ। সকাল সাড়ে ৬টায় ভোটকেন্দ্র খুলবে নর্থ ক্যারোলাইনা, ওহাইও, ওয়েস্ট ভার্জিনিয়া রাজ্যে।
অ্যালাবামা, ডেলওয়ার, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, নিউ হ্যাম্পশায়ার, ইলিনয়, ইন্ডিয়ানা, কানসাস, লুজিয়ানা, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেট, মিশিগান, মিসৌরি, পেনসিলভ্যানিয়া, রোড আইল্যান্ড, সাউথ ক্যারোলাইনা, ওয়াইওমিং— এই রাজ্যগুলোতে ভোটকেন্দ্র খুলবে স্থানীয় সময় সকাল ৭টায়।
বেশকিছু রাজ্যে সকাল ৮টায় শুরু হবে ভোটগ্রহণ। এসব রাজ্যের মধ্যে রয়েছে— অ্যারিজোনা, আইওয়া, মিনেসোটা, মিসিসিপি, ওকলাহোমা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, টেনেসি, টেক্সাস ও উইসকনসিন।
এদিকে আরকানসাসে ভোটকেন্দ্র খুলবে সকাল সাড়ে ৮টায়। ৯টায় খুলবে কলোরাডো, মনটানা, নেব্রাস্কা, নেভাদা, নিউ মেক্সিকো ও উটাহ রাজ্যে। আর ক্যালিফোর্নিয়া ও আইডাহোতে ভোট শুরু হবে সকাল ১০টায়। সবার পরে সকাল ১১টায় ভোট শুরু হবে ওয়াশিংটন, আলাস্কা ও হাওয়াই রাজ্যে।
বিভিন্ন জরিপের ফলাফল থেকে শুরু করে ভোটারদের মন্তব্যের সূত্র ধরে বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুজনের ভোটের ব্যবধান হবে খুবই কম।
সারাবাংলা/টিআর