বার্নাব্যুতে রিয়ালকে উড়িয়ে দিয়ে মিলানের চমক
৬ নভেম্বর ২০২৪ ০৮:৪২ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১১:৪৪
সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের সবশেষ ম্যাচে বার্সেলোনার কাছে চার গোল হজম করে ক্লাসিকোতে হেরেছিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে এসি মিলানও রিয়ালকে হারিয়ে গেল তাদের মাঠে এসেই। গ্রুপ পর্বের জমজমাট এক ম্যাচে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত এক জয় নিয়েই বাড়ি ফিরেছে মিলান।
কাগজে-কলমে মিলানের চেয়ে অনেকটাই এগিয়ে থেকে মাঠে নেমেছিল রিয়াল। তবে রিয়ালকে চমকে দিয়ে লিড নেয় মিলানই। ১২ মিনিটের মাথায় মালিক থিয়াওয়ের গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। পুলিসিচের নেওয়ার কর্নার থেকে উড়ে আসা দারুণ এক ক্রসে হেড করে বল জালে জড়ান থিয়াও। এই লিড অবশ্য খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মিলান। ২০ মিনিটের মাথায় বক্সের মাঝে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ভিনিসিয়াস।
ম্যাচের নিয়ন্ত্রণ নিতে মরিয়া দুই দলই খেলেছে আক্রমণাত্মক ফুটবল। ৩৯ মিনিটে আবার লিড নেয় মিলান। চুয়ামেনির ভুলে বল পান আলভারো মোরাতা। সেখান থেকে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে দলকে এগিয়ে দেন মোরাতা। ২-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মিলান।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল গোলের চেষ্টা করলেও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ৭৩ মিনিটে তৃতীয় গোল পায় মিলান। লিওর বাড়ানো বলে রেন্ডার্সের গোলে জয় অনেকটাই নিশ্চিত করে মিলান।
৮৩ মিনিটে রিয়ালের হয়ে গোল করে কিছুটা আশার আলো দেখাচ্ছিলেন রুডিগার। তবে ভিএআরের সাহায্যে সেই গোল বাতিল করেন রেফারি। ৮৭ মিনিটে গোলের সহজ সুযোগ নস্ট করেছেন মিলানের লফটুস চিক। ৯৩ মিনিটে গোল করতে ব্যর্থ হয়েছেন রিয়ালের ডিয়াজও।
শেষ পর্যন্ত ৩-১ গোলের দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে মিলান। এই হারে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৭তম স্থানে নেমে গেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে উঠে এসেছে মিলান।
সারাবাংলা/এফএম