Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাকাশ থেকে ভোট দিলেন মার্কিন নভোচারীরা

আন্তর্জাতিক ডেস্ক
৬ নভেম্বর ২০২৪ ০৯:০৩ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ০৯:০৬

মার্কিন নভোচারীরা

মার্কিন নির্বাচনে মহাকাশ থেকে ভোট দিয়েছেন চার নভোচারী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আগাম ভোট দিয়েছেন এসব নভোচারী।

বুধবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে সিএনএন নিউজ এ তথ্য জানায়। নভোচারীরা হলেন— বাচ উইলমোর, সুনি উইলিয়ামস ও ডন পেটিট। নির্বাচন নিয়ে কাজ করা টেক্সাসের হ্যারিস কাউন্টি ক্লার্ক অব কোর্ট এমনটি জানায়।

নাসার নভোচারীরা মার্কিন পতাকার রঙের মোজা পরে ইনস্টাগ্রামে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দুই নভোচারীর মোজায় লেখা ছিল, ‘আমেরিকান হিসেবে গর্বিত।’

ছবিতে থাকা নভোচারীরা টেক্সাসের হ্যারিস কাউন্টির আগাম ভোট দেওয়া ১২ লাখ নাগরিকের অংশ।

যেভাবে সাধারণত মহাকাশ স্টেশন এবং মিশন কন্ট্রোলের মধ্যে তথ্য স্থানান্তরিত হয়, সেভাবেই মহাকাশে দেওয়া ভোটগুলো পৃথিবীতে পাঠানো হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর মহাকাশ স্টেশন থেকে উইলিয়ামস সাংবাদিকদের বলেছিলেন, ‘এটি আমাদের নাগরিক হিসেবে একটি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আমি মহাকাশ থেকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যা সত্যিই দারুণ।’

সারাবাংলা/এইচআই

কমলা হ্যরিস ডোনাল্ড ট্রাম্প ফলাফল মার্কিন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর