রিয়ালের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় আনচেলত্তি
৬ নভেম্বর ২০২৪ ১৩:২১ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৩:২২
বার্নাব্যুর এল ক্লাসিকোতে বড় হারের ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এসি মিলানকে হারিয়ে জয়ের ধারায় ফেরার লক্ষ্যেই গত রাতে মাঠে নেমেছিলেন ভিনিসিয়াস-বেলিংহামরা। তবে রিয়ালকে চমকে দিয়ে ৩-১ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে এসি মিলান। টানা দুই হারের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, দলের এই বাজে ফর্ম দুশ্চিন্তায় ফেলেছে তাকে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের এই মৌসুম খুব একটা ভালো কাটছে না। গত রাতে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নাব্যুতে এসি মিলানের কাছে পাত্তাই পায়নি রিয়াল। ঘরের মাঠে ৩-১ গোলে হেরে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৭তম স্থানে নেমে গেছেন তারা।
টানা দুই হারের পর আনচেলত্তি অকপটেই স্বীকার করেছেন, দলের বাজে ফর্ম নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি, ‘দল ভালো খেলছে না। এটা নিয়ে দুশ্চিন্তায় থাকাটাই স্বাভাবিক। দলের খেলায় একেবারেই ছন্দ নেই। আমরা অনেক বেশি গোলও হজম করছি। মাঠে দল পরিকল্পনা অনুযায়ী খেলতে পারছে না। এই ব্যাপারগুলো আমাদের ঠিক করতে হবে। নিজেদের পারফরম্যান্স নিয়ে নিজেদেরই ভাবার সময় এসেছে। সব টুর্নামেন্টেই যেন আমরা লড়াইয়ে ফিরতে পারি সেভাবে এগিয়ে যেতে হবে।’
যে বার্নাব্যুতে রিয়ালকে হারানো দুঃসাধ্য বলেই মনে হতো, সেখানেই শেষ তিন ম্যাচে ৯টি গোল হজম করেছে রিয়াল। আনচেলত্তি বলছেন, সমালোচনা মাথা পেতে নিয়ে ঘুরে দাঁড়াতে হবে রিয়ালকে, ‘অনুপ্রেরণার কোনো কমতি দেখছি না। দলগতভাবে আমাদের সমস্যাগুলোর সমাধান করতে হবে। মাঠে কিছু একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা নিজেদের সেরা খেলা থেকে অনেক দূরে আছি। আমরা অনেক বেশি গোল হজম করেছি শেষ কিছু ম্যাচে। সমালোচনা মাথা পেতে নিয়েই এগিয়ে যেতে হবে। আমরা ভালো কিছু করে মৌসুমটা ভালোভাবে শেষ করতে চাই। আমি বিশ্বাস করি এই দলটা ঘুরে দাঁড়াবেই।’
সারাবাংলা/এফএম