মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ট্রাম্প
৬ নভেম্বর ২০২৪ ১৩:২৩ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৪:৩৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে মঙ্গলবার (৫ নভেম্বর) এবং এখনো চলমান। তবে অধিকাংশ অঙ্গরাজ্যের ফলাফল প্রকাশ হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের তুলনায় এগিয়ে আছেন।
দ্য গার্ডিয়ানের সবশেষ তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৪৭টি। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি ভোট। উল্লেখ্য, হোয়াইট হাউজের নেতৃত্বের জন্য প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট। সেক্ষেত্রে ট্রাম্পের আর প্রয়োজন ২৩টি আর কমলার প্রয়োজন ৫৬টি ইলেকটরাল কলেজ ভোট।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, কমলা ৪৭ দশমিক পাঁচ ও ট্রাম্প ৫১ দশমিক এক শতাংশ ভোট পেয়েছেন।
মার্কিন রাজনীতিতে ‘সুইং স্টেট’ বা ‘ব্যাটেল গ্রাউন্ড স্টেট’ নামে পরিচিত সাত অঙ্গরাজ্যের ফলাফল নিয়ে কৌতূহল বিশ্বজুড়ে। সেই সাত অঙ্গরাজ্য— পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা এবং নেভাডা। ‘উইনার টেকস ইট অল’ নীতির কারণে এই সাতটি অঙ্গরাজ্যের ভূমিকা প্রেসিডেন্ট নির্বাচনে নির্ণায়ক হতে চলেছে।
সারাবাংলা/এইচআই