Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী জিয়া গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৬:২৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৮:০৮

৪৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল হক জিয়া। ছবি: সারাবাংলা।

কক্সবাজার: কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী ৪৪ মামলার আসামি জিয়াবুল হক জিয়াকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৬ নভেম্বর) ভোরে রামু উপজেলার রাজারকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত জিয়াবুল হক জিয়া চৌফলদন্ডী উপজেলার পশ্চিম মাঝেরহাট পাড়ার মনির আহমেদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত জিয়ার বিরুদ্ধে ৪৪ মামলা রয়েছে। সে শীর্ষ সন্ত্রাসী। তার আতংকে নির্ঘুম রাত কাটাতো এলাকাবাসী। সে সাধারণ মানুষের ওপর অত্যাচার, নারী নির্যাতন, চুরি-ডাকাতি, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। এমন তথ্যে সম্প্রতি তার আস্তানায় যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় সে পালিয়ে যায়। তার আস্তানা থেকে উদ্ধার করা হয় ৩০০টির বেশি স্বাক্ষরিত ফাকা দলিল ও অস্ত্র-গোলাবারুদ। এরপর থেকে তাকে ধরতে অভিযান অব্যাহত রাখে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালিয়ে এক আত্নীয়র বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী জিয়াকে গ্রেফতার করা হয়। এসময় একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ ১৫ বছর যাবত চৌফলদন্ডী এলাকায় নানা অপরাধের বিষয় স্বীকার করেছেন। সে দেশি-বিদেশী অস্ত্র-গুলি সংগ্রহ করে অপরাধের সাম্রাজ্য গড়ে তোলে। অবৈধ অস্ত্রের দাপটে আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ করতো। সম্প্রতি যাদের জমি ও চিংড়ি ঘের দখল করেছে তারা ফেরত চাইলে সন্ত্রাসী জিয়া সহযোগীদের নিয়ে হামলা ও গুলি চালায়। এতে দুইজন গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

৪৪ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী জিয়াকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। সে গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর