Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলগ্রেডকে বিধ্বস্ত করে বার্সার জয়রথ ছুটছেই

স্পোর্টস ডেস্ক
৭ নভেম্বর ২০২৪ ০৯:০৭ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ১৩:১৮

গোলের পর বার্সার উল্লাস

মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন তারা। লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ, দুই বড় টুর্নামেন্টেই একের পর এক বড় জয়ে সময়টা দারুণ কাটছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে বার্সা মুখোমুখি হয়েছিল রেডস্টার বেলগ্রেডের। রবার্ট লেভানডস্কির জোড়া গোলের সাথে রাফিনহা, মার্টিনেজ, লোপজের গোলে বেলগ্রেডকে তাদের মাঠেই ৫-২ ব্যবধানে বিধ্বস্ত করে বার্সার জয়রথ ছুটছেই।

বিজ্ঞাপন

নিজেদের মাঠে ৪ মিনিটের মাথায়ই এগিয়ে গিয়েছিল বেলগ্রেড। এলসনিকের গোল অবশ্য বাতিল হয় অফসাইডের কারণে। ১৩ মিনিটে লিড নেয় বার্সাই। ফ্রি কিক থেকে রাফিনহার বাড়ানো বলে হেডে বল জালে জড়ান ইনিগো মার্টিনেজ। ২৭ মিনিটে ম্যাচে সমতা ফেরায় বেলগ্রেড। ক্রুনিকের দারুণ এক অ্যাসিস্টে গোল করে স্বাগতিকদের আনন্দে ভাসান সিলাস।

হাফ টাইমের ঠিক আগে আবার লিড ফিরে পায় বার্সা। রাফিনহার শট পোস্টে লেগে ফিরে এলে বল যায় লেভানডস্কির পায়ে। সেখান থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন তিনি। ২-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় কাতালানরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ায় বার্সা। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল পান লেভানডস্কি। কুন্দের অ্যাসিস্টে গোল করে বার্সাকে ৩-১ গোলের লিড এনে দেন তিনি। দুই মিনিট পরেই বার্সার চতুর্থ গোল আসে রাফিনহার পা থেকে। এই গোলেও অবদান ছিল কুন্দের।

৭৬ মিনিটে বেলগ্রেডের জালে ৫ম গোল দেয় বার্সা। কুন্দের দারুণ এক অ্যাসিস্টে গোল পান ফেরমিন লোপেজ। ৮৪ মিনিটে আরেকটি গোল শোধ করেছে বেলগ্রেড। মিলসনের গোল অবশ্য হারের ব্যবধানই কমিয়েছে শুধু।

শেষ পর্যন্ত ৫-২ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে উঠে এলো বার্সা।

রাতের অন্য ম্যাচে বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সারাবাংলা/এফএম

আর্সেনাল চ্যাম্পিয়নস লিগ বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর