আবহাওয়ায় শীতের আমেজ
৭ নভেম্বর ২০২৪ ১৬:২২ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ১৬:৫০
ঢাকা: সকালের শীতল হাওয়া আর বিকালের হালকা কুয়াশা জানান দিচ্ছে শীত আসছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুই তিন দিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আপাতত বৃষ্টির দেখাও পাওয়া যাচ্ছেনা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবারও (৮ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিনও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে শনিবারও (৯ নভেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওইদিন সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, মৌসমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তিনি আরো জানান, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এ সময়ের প্রথমার্থে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
সারাবাংলা/জেআর/এমপি