চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজারমুখী লেনের ফ্রিপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোক্তার হোসেন (৩০) ও মো. রুবেল (৩৬)। তাদের বাসা নগরীর সদরঘাট থানা এলাকায়।
স্থানীয় ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘মোটরসাইকেলটি পতেঙ্গা থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিল। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল বা সংলগ্ন কোনো স্থাপনার সঙ্গে ধাক্কা খায়। এতে দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা গেছেন।’