Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্রলীগ যেখানেই পাব সেখানেই ধোলাই হবে’

ইবি করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১৭:৫৫ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২০:২৫

প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে বক্তব্য প্রদানকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদলের আহ্ববায়ক সাহেদ আহম্মেদ।

কুষ্টিয়া: ‘ছাত্রলীগ যেখানেই পাব সেখানেই ধোলাই হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদলের আহ্ববায়ক সাহেদ আহম্মেদ।

রোববার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেন। শিক্ষার্থীদের ওপরে নির্যাতনকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এই কর্মসূচি করেন তারা। ক্যাম্পাসের অনুষদ ভবনের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

এ সময় আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য- রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভসহ অর্ধশতাধিক নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতে বসে এই স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং পরিবেশ অশান্ত করার চেষ্টা চালাচ্ছেন। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আওয়ামীলীগের ফ্যাসিস্টদের বিচার অতি দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা জুলাই গনঅভ্যুথানে যারা ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ও আর্থিক ভাবে সাহায্য করেছে সেসব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। ভিসিকে হুঁশিয়ারি করে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আওয়ামী দোসর আছেন তাদের অপসারণ করবেন। তাদের বিচার না করলে আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব। ছাত্রলীগকে যেখানে পাবেন সেখানেই ধোলাই হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

ইবি ছাত্রদল ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর