Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত প্রস্তুত থাকতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১৮:৫৪ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২০:২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, চারিদিকে এক ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।

রোববার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা, জুলাই গণঅভ্যুত্থান প্রেক্ষিত আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে ‘জাতীয় নাগরিক ফোরাম’ নামের একটি সংগঠন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘এদেশের মানুষ দীর্ঘ ১৬ বছর লড়াই-সংগ্রাম করে অবশেষে সফল হয়েছে। তবে যতদিন না মানুষের অধিকার, ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে দিতে পারব না, ততদিন পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়েছে- এটা বলা যাবে না।’

তিনি বলেন, ‘বাঙালি হচ্ছে বীরের জাতি এরা কখনও অন্যায়ের কাছে মাথা নত করে না। এক সুভাষচন্দ্র বসু ভারতের পেক্ষাপটে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু, তিনি সফল হতে পারেন নি। আর এক বীর স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি লড়াই করে সফল হয়েছেন।’

জাতীয় নাগরিক ফোরামের চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে এবং মহাসচিব তোফায়েল আহমেদ কায়সারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দোলা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কৃষকদল নেতা এসকে সাদী, এস এম মিজানুর রহমান, কালাম ফরাজী প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর