Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ২২৯টি ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৪ ০৮:৫০

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ২২৯টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ২২৯টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

রবিবার (১০ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে খরবটি নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রাণালয় এক বিবৃতিতে বলেছে, ছয়টি অঞ্চলে ৮৪টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যার মধ্যে কয়েকটি মস্কোর দিকে ধেয়ে আসছিল। হামলার কারণে রাজধানীর তিনটি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইটগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া দেশের প্রতিটি অংশে ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে। যার বেশিরভাগই ভূপাতিত হয়েছে।

মস্কোর গভর্নর বলেছেন, ‘ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানীতে এটির সবচেয়ে বড় হামলা ছিল।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রাণালয় জানিয়েছে, মস্কোর দক্ষিণ-পশ্চিমে রামেনস্কয়য়ে ওপর দিয়ে ৩৪টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ধ্বংসাবশেষ পড়ার কারণে পাঁচজন আহত হয়েছে। এছাড়াও চারটি বাড়িতে আগুন লেগেছে।

রাশিয়া একটি মন্ত্রী পর্যায়ের সম্মেলনের জন্য সোচির ব্ল্যাক সি রিসোর্টে প্রায় ৫০টি আফ্রিকান দেশের কূটনীতিক ও শীর্ষ কর্মকর্তাদের আতিথ্য দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটেছে। রুশ কর্তৃপক্ষ প্রায় প্রতিদিনই ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের খবর দেয়। তবে রাজধানীকে লক্ষ্য করে খুব কমই হামলা চালানো হয়।

ইউক্রেন বলেছে, দেশটির ভূখণ্ডে রাশিয়ার বোমা হামলার জবাবে এ হামলাগুলো চালানো হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের ওডেসা অঞ্চলে একটি ড্রোনের আঘাতে অন্তত দুইজন আহত হয়েছে। এছাড়াও বেশ কিছু বাড়িতে আগুন লেগেছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোঁড়া ইরানের তৈরি ড্রোনের মধ্যে ৬২টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে ৬৭টি নিখোঁজ হয়েছে। আরও ১০টি ইউক্রেনের আকাশসীমা ছেড়ে রাশিয়ার প্রতিবেশী বেলারুশ এবং মলদোভার দিকে ফিরে যাচ্ছে।

সারাবাংলা/এইচআই

ড্রোন হামলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর