Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুতিনকে যুদ্ধ না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

সাারাবাংলা ডেস্ক
১১ নভেম্বর ২০২৪ ১২:১৬ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৮:৪৪

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপকালে ইউক্রেনে যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একীভূত নয়, ইউক্রেন আলাদা রাষ্ট্র হিসেবেই থাকবে।

নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীকে পরাজিত করে গত বৃহস্পতিবার ফ্লোরিডার মার-এ-লাগো থেকে ট্রাম্প একথা বলেছেন। রোববার (১০ নভেম্বর) ওয়াশিংটন পোস্ট খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক বেশকিছু লোকের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, ট্রাম্প পুতিনকে স্মরণ করিয়ে দেন যে, ইউরোপে ওয়াশিংটনের বিশাল সামরিক বহর পাঠানো হবে। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ’ করার সমাধান খুঁজে বের করবেন তিনি। এজন্য পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন তিনি। তবে তিনি কিভাবে যুদ্ধ বন্ধ করবেন তার কোনো ব্যাখ্যা দেননি।

নির্বাচিত হওয়ার পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনকে সমর্থন দিবেন। তবে কিভাবে দিবেন সে ব্যাপারেও বিস্তারিত কিছু বলেননি।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তারা বলেছেন, ‘তিনি খুব শিগগির ইউক্রেন যুদ্ধ’ নিয়ে একটি প্রস্তাবের ওপর আলোচনার আগ্রহ দেখিয়েছেন।

এদিকে ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন, তিনি স্টার লিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন। (বাসস)

সারাবাংলা/এইচআই

ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ

বিজ্ঞাপন

সিনেমার ফেরিওলার জন্মদিন
৬ ডিসেম্বর ২০২৪ ১৯:৩২

পালটে গেছে তাদের জীবন
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৫

আরো

সম্পর্কিত খবর