Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষের জীবনযাত্রা সহজ করতে চান বাণিজ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৪ ১২:৩৮ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৮:৪৪

সদ্য শপথ নেওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

ঢাকা: দ্রব্যমূল্যে অস্থির জনজীবনে স্বস্তি দিতে কাজ করার কথা বলেছেন সদ্য শপথ নেওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে কাজে যোগ দিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে একথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘মুদ্রাস্ফীতির ফলে আমাদের টাকার অংকে যেটা বেড়েছে, ক্রয় ক্ষমতা সেভাবে বাড়েনি বরং কমেছে। আমরা যদি একজন শ্রমিকের দিকে দেখি তাহলে তার জীবনমানের মধ্যে কম্প্রোমাইজ চলে এসেছে।’

বিজ্ঞাপন

কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, ‘আমি আপনাদের কাছে কোনো ম্যাজিক প্রত্যাশা করছিনা। আমরা সম্মিলিতভাবে কাজ করবো। আপনারা আমাকে সহযোগী হিসেবে পাবেন। আপনাদের কাজকে আরও কার্যকর করার জন্য ইনসাফের সাথে আমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘আমরা যদি ব্যবসা-বাণিজ্য বাড়াতে পারি, আমাদের সর্বোচ্চ দক্ষতার প্রয়োগ ঘটাতে পারি তাহলে ভালো করা সম্ভব। আমি কর্মকর্তাদের কাছে অতিরিক্ত পরিশ্রম প্রত্যাশা করি।’ কর্মকর্তাদের সাথে তিনিও পরিশ্রম করবেন বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এর কাছে শপথ নেন শেখ বশির উদ্দিন। পরে শেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর আজ সোমবার ছিল উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের তার প্রথম কার্যদিবস।

সারাবাংলা/জেআর/এইচআই

সারাবাংলা/এইচআই

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সচিবালয়

বিজ্ঞাপন

পালটে গেছে তাদের জীবন
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৫

মুক্তিযুদ্ধে ফেনীর অবদান
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৩

ছাত্র মৈত্রীর গৌরবের ৪৪ বছর
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭

আরো

সম্পর্কিত খবর