Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিবীমা চালু করেছে বিএমএমডিপি


১১ নভেম্বর ২০২৪ ১৭:৩৭ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৭:৩৮

ঢাকা: দেশের প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্রবীমা খাতে নতুন দুটি কৃষিবীমা চালু করেছে বাংলাদেশ মাইক্রোইনস্যুরেন্স মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (বিএমএমডিপি)।

বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে প্রকল্পটি ক্লাইমেট মাইক্রোইনস্যুরেন্স ইনোভেশন ফান্ড- উদয় এবং ক্লাইমেট রিস্ক রেজিলিয়েন্স ফান্ড- অভয় নামে দুটি রূপান্তরমূলক উদ্যোগ চালু করেছে। যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

উদয় তহবিলটি জলবায়ু-সচেতন মাইক্রোইনস্যুরেন্স পণ্যে উদ্ভাবনের জন্য আর্থিক সহায়তা দেবে, আর অভয় তহবিলটি পুনঃবীমাকারীদের সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।

বিএমএমডিপির টিম লিডার পারভেজ মোহাম্মদ আশেক বলেন, এই তহবিলগুলো জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আর্থিক সহনশীলতা বাড়াতে প্রয়োজন। এর মাধ্যমে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জলবায়ু ঝুকির সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য নিরসনে ভূমিকা রাখবে।

বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মি কোরিনি হেঙ্কোজ পিগনানি বলেন, জলবায়ু ঝুঁকি, স্বাস্থ্য সংকট এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের বিরুদ্ধে গ্রামীণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে ক্ষুদ্রঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, বাংলাদেশের মাইক্রোইনস্যুরেন্স খাতের উন্নয়নে বিএমএমডিপির এই উদ্যোগ জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে টেকসই সহনশীলতা তৈরিতে সুইজারল্যান্ডের দূতাবাসের অব্যাহত সহযোগিতার প্রতিফলন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর