কোটি টাকা মূল্যের ভারতীয় প্রসাধনীসহ আটক ১
১১ নভেম্বর ২০২৪ ১৭:৫৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৯:৩১
নরসিংদী: নরসিংদীর রায়পুরায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা বিভিন্ন ভারতীয় প্রসাধনী বোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মো. সাদেক (৪৫) নামে কার্ভাড ভ্যান চালকের এক সহযোগীকে আটক করা হয়।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন। এর আগে রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নারায়পুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে কাভার্ড ভ্যানসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক সাদেক সিলেটের জৈনত্যাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মছন মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন জানান, রোববার রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় প্রসাধনীসহ এক ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর