ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফের অবরোধ, যানজট
১১ নভেম্বর ২০২৪ ১৯:৪৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৯:৪৫
গাজীপুর: গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় এক ঘণ্টা বিরতি দিয়ে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। প্রায় ৫৩ ঘণ্টা পর সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। এক ঘণ্টা পর তারা ফের সড়কে এসে অবস্থান করে। সন্ধ্যা সাড়ে ৭ টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
শ্রমিকদের দাবি, বকেয়া বেতন হাতে পাওয়ার পর অবরোধ ছাড়বেন এবং সেই সাথে বেতনের জন্য ঢাকায় যাওয়া শ্রমিকদের প্রতিনিধি দল ফিরে না আসা পর্যন্ত এই অবরোধ অব্যাহত থাকবে।
জানা গেছে, দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীসহ পুলিশের একটি দল শ্রমিকদের সঙ্গে আলোচনা করার জন্য কলম্বিয়া গার্মেন্টস এলাকায় যায়। সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় শ্রমিকদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাদের বেতন সংক্রান্ত বিষয়টি সমাধানের জন্য। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হলে কিছু শ্রমিক মহাসড়ক ছেড়ে চলে যান। কিছু শ্রমিক মহাসড়ক ছেড়ে যেতে স্বীকৃতি জানান।
শ্রমসচিবের আশ্বাসে শ্রমিকরা সোমবার দুপুরে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর শ্রমিকরা মহাসড়ক অবরোধ ছেড়ে দিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ফের অবরোধ চলতে থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। পুনরায় একই দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। তারা বলছে, বকেয়া বেতনের টাকা যতক্ষণ না হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।
সারাবাংলা/এসআর