Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ২০:২৩

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়ন করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে গত সপ্তাহে সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট দায়ের করেন ব্যারিস্টার বনি ইসমাইল অয়ন।

সারাবাংলা/কেআইএফ/এইচআই

ডেঙ্গু নিয়ন্ত্রণ ঢাকার দুই সিটি করপোরেশন হাইকোর্ট

বিজ্ঞাপন

বিতর্কের জবাব দিলেন ফারুকী
১২ নভেম্বর ২০২৪ ২২:২৬

আরো

সম্পর্কিত খবর