হেমন্তেই প্রকৃতিতে শীতের আমেজ
১৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪
ঢাকা: ঋতুর আবর্তনে প্রকৃতিতে এখন হেমন্তকাল। শীত আসি আসি করছে। গ্রমাঞ্চলে সকালবেলায় কুয়াশার দেখাও মিলছে। উষ্ণতম শহর ঢাকার সকালেও এখন হালকা শীতল অনুভূত হচ্ছে। প্রকৃতির এই পরিবর্তন জানান দিচ্ছে শীত আসছে। যদিও রোদ ওঠার সঙ্গে সঙ্গে শীতল পরিবেশ বিদায় নেয়, আবার বিকেল হলে অনুভূত হয় হালকা শীত। নদ-নদী অববাহিকায় সকালে কুয়াশাচ্ছন্ন থাকে। আবহাওয়া অধিদফতরের মতে নভেম্বরের শেষ দিকে শীতের আমেজ পুরোপুরি চলে আসার সম্ভাবনা রয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসও একই কথা বলছে। এদিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উত্তর তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যে কারনে ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না এই অঞ্চলে।
তিনি জানিয়েছেন, শুক্রবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ওইদিনও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা অনুযায়ী রাত এবং দিনের তাপমাত্রা বেশকছিুটা হ্রাস পেতে পারে।
সারাবাংলা/জেআর/এমপি