ট্রাম্প সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ক্রিস্টি নোয়েম
১৩ নভেম্বর ২০২৪ ১২:৩৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৭:০০
সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েমকে ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রধান হিসেবে মনোনীত করেছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, রিপাবলিকানদের কঠোর অভিবাসন নীতি প্রয়োগ হবে তার মূল দায়িত্ব।
বুধবার (১৩ নভেম্বর) বিবিসির খবরে নোয়েমের নতুন মার্কিন প্রশাসনে নিয়োগের তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তুলনীয়৷ সে হিসাবে নোয়েম হতে যাচ্ছেন নতুন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘ক্রিস্টি সীমান্ত নিরাপত্তায় অত্যন্ত শক্তিশালী ছিলেন। তিনিই প্রথম গভর্নর যিনি বাইডেন সৃষ্ট সীমান্ত সংকট মোকাবিলায় টেক্সাসকে সাহায্য করার জন্য ন্যাশনাল গার্ডের সৈন্য পাঠান।’
নোয়েমকে এর আগে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাব্য তালিকায় রাখা হয়েছিল। ২০২২ সালের নির্বাচনে বিপুল ভোটে দ্বিতীয় মেয়াদে সাউথ ডাকোটার গভর্নর নির্বাচিত হন তিনি। করোনা মহামারির সময় মাস্ক পরা বাধ্যতামূলক করার বিরোধিতা করে তিনি জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন।
দেশটির জননিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে অভিবাসন ও দুর্যোগ মোকাবিলার মতো বিষয়গুলো দেখভাল করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এ ছাড়া সিক্রেট সার্ভিসও এই বিভাগের অধীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব পালন করে সিক্রেট সার্ভিস।
সারাবাংলা/এইচআই/টিআর