Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাকার বিনিময়ে কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন ম্যাট গেটজ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:২৯ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:১৫

সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। ছবি: সংগৃহীত

সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ নাবালিকা সহ একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্কের জন্য অর্থ প্রদান করেছেন বলে মার্কিন কংগ্রেসের নৈতিকতা কমিটির একটি প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গেটজ ২০১৭ সালে একজন সতের বছর বয়সী মেয়েকে যৌন সম্পর্কের জন্য অর্থ দেন, যা ফ্লোরিডা আইনে ধর্ষণ হিসেবে গণ্য করা হয়।

কমিটির তথ্যমতে, গেটজ কমপক্ষে বিশবার যৌন সম্পর্ক ও মাদক কেনার জন্য নারীদের কাছে হাজার হাজার ডলার পাঠিয়েছেন। অ্যাপ-এর মাধ্যমে অর্থ লেনদেনের কাজ করতেন তিনি।

গেটজ পতিতাবৃত্তি, নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক, নিষিদ্ধ মাদক ব্যবহার, বেআইনি উপহার গ্রহণ, এবং তদন্তে বাধা প্রদানের মাধ্যমে হাউসের নিয়ম ভঙ্গ করেছেন। এছাড়া, তিনি কংগ্রেসের অফিস থেকে ছদ্মনাম ব্যবহার করে মারিজুয়ানা কেনার অভিযোগে অভিযুক্ত।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০১৮ সালে বাহামাসে গেটজ একটি সফরের সময় তিনি একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন।

গেটজ তার বিরুদ্ধে তদন্তের কাজে বাধা দেওয়ার জন্য জ্ঞাতসারে প্রমাণ আটকে রাখাসহ, মিথ্যা বিবৃতি প্রদান এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন।

ম্যাট গেটজ এই প্রতিবেদনকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেন, ‘আমি কখনো কোনো অভিযোগে অভিযুক্ত হইনি। এটি কেবলমাত্র আমার মান-সম্মান ক্ষুণ্ন করার প্রচেষ্টা।’

গেটজ গত মাসে কংগ্রেস থেকে পদত্যাগ করেন, যখন তাকে ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তবে, এই প্রতিবেদন প্রকাশের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

কংগ্রেসম্যান ম্যাট গ্যাটজ যৌন সম্পর্ক রিপাবলিকান

বিজ্ঞাপন

স্থপতি লাইলুন নাহার একরাম আর নেই
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০১

নরসিংদীতে মিল শ্রমিকের মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৬

পুলিশ একাডেমি থেকে এসপি ইমন আটক
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৩

আরো

সম্পর্কিত খবর