Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ তারকা হোটেলে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ২১:৩৩

ঢাকা: পাঁচ তারকা হোটেল হাবীব হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডকে (হলিডে ইন) জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। হোটেলটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই কেক, বিস্কুট ও পাউরুটি পণ্য উৎপাদন ও বিক্রয় করছিলো।

বুধবার (১৩ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হোটেলটির জরিমানা করে বিএসটিআই। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা’র নেতৃত্বে ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা মো. তরিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) তাসনীম দোহা, পরিদর্শকের (মেট) অংশগ্রহণে তেজগাঁও শিল্প এলাকায় ভ্রাম্যমাণ আদালত হোটেলটিকে জরিমানা করা হয়।

বিএসটিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণীতে অবস্থিতি মেসার্স হাবীব হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডে (হলিডে ইন) অভিযানকালে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া কেক, বিস্কুট ও পাউরুটি পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় ওই প্রতিষ্ঠানটিকে টাকা ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তেজগাঁও শিল্প এলাকার শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণীতে অবস্থিত মেসার্স অরেঞ্জ অ্যান্ড হাফ ক্যাফেতে অভিযানকালে বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য কেক, বিস্কুট, পাউরুটি ও ফার্মেন্টেড মিল্ক এর লাইসেন্স এর নবায়ন প্রক্রিয়া চলমান থাকায় তাদেরকে সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এসআর

জরিমানা পাঁচ তারকা হোটেল হলিডে ইন

বিজ্ঞাপন

পাঁচ তারকা হোটেলে জরিমানা
১৩ নভেম্বর ২০২৪ ২১:৩৩

অপহৃত কলেজছাত্রী উদ্ধার, আটক-২
১৩ নভেম্বর ২০২৪ ২১:০১

আরো

সম্পর্কিত খবর