Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারের অর্থপ্রবাহ বাড়াতে ৩ হাজার কোটি টাকার ঋণ পাচ্ছে আইসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ২২:২৮

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি)। ছবি: সারাবাংলা

ঢাকা: পুঁজিবাজারের স্থিতিশীলতা আনতে বিনিয়োগের জন্য সরকারি সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে তিন হাজার কোটি টাকার ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই ঋণের গ্যারান্টি দেবে সরকার।

বুধবার (১৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, আইসিবি প্রস্তাবিত ঋণ পুঁজিবাজারের স্থিতিশীলতা আনার লক্ষ্যে এবং উচ্চহার সুদে গ্রহণ করা তহবিল পরিশোধের মাধ্যমে নিজস্ব আর্থিক সক্ষমতা বাড়ানোর জন্য বিনিয়োগ করবে। তাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নিশ্চয়তা দিচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক থেকে আইসিবির অনুকূলে তিন হাজার কোটি টাকা ঋণ ও ঋণের ওপর অর্জিত বা আরোপিত সুদ অথবা এর কোনো অংশ আইসিবি পরিশোধে অসমর্থ হলে সরকার যথানিয়মে তা পরিশোধ করবে।

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরকারকে প্রদেয় মুনাফা থেকে অপরিশোধিত বা বকেয়া ঋণ বা ঋণের ওপর নির্ধারিত সুদ সমন্বয় করা যাবে না। এ গ্যারান্টির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৮ মাসের জন্য বলবৎ থাকবে।

সারাবাংলা/জিএস/টিআর

অর্থ মন্ত্রণালয় আইসিবি আইসিবিকে ঋণ ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ পুঁজিবাজার বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর